News Breaking
Live
wb_sunny

Breaking News

তত্ত্বাবধায়ক নয়, আমেরিকা চায় বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন

তত্ত্বাবধায়ক নয়, আমেরিকা চায় বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন


 পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকা চায় বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। তারা কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না, তারা দেশের আইন অনুযায়ী নির্বাচন চায়। শুক্রবার (১৪ এপ্রিল) মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে চায় যুক্তরাষ্ট্র। তাই আমাদের দিকে বিশেষ নজর রয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন পদক্ষেপে তারা খুশি হয়েছে।’ তিনি বলেন, আমেরিকা চাচ্ছে বাংলাদেশ একটি আদর্শ নির্বাচন করে পৃথিবীকে দেখিয়ে দেবে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলেও জানান মন্ত্রী।


ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে মন্ত্রী বলেন, কোনো কোনো ক্ষেত্রে এর ব্যবহার ঠিকমতো হয়নি। যেখানে তার ব্যত্যয় হয়েছে সেখানে সংশোধন করা হবে। তাতে আমেরিকা সন্তুষ্ট হয়েছে। তারা এই আইনটি পরিবর্তনের কথা বলেনি। আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেই বিষয়টি বলেছে।

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Post a Comment